EIIN : 104933; College Code : 111111

গহিরা কলেজ

Gohira College

Class Eleven to Masters

Image

Principal Message

উত্তর চট্টগ্রামের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ গহিরা কলেজ ১৯৬৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা পা করে এতদঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে ইতিমধ্যে ৫৯ বৎসরে পদার্পণ করেছে। এলাকার সাধারণ মানুষের দানে প্রতিষ্ঠিত এই কলেজটিতে শুরুতে উচ্চ মাধ্যমিক কোর্স চালু হয়। পরবর্তীতে ১৯৮৭ খ্রিস্টাব্দে স্নাতক কোর্স এবং ২০১০ খ্রিস্টাব্দে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমটি (Business Management & Technology) কোর্স চালু হয়। পরবর্তীতে স্নাতক (সন্মান) চালু করার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন হলেও সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে অনার্স চালু করা সম্ভব হয়নি। ০৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই কলেজটি প্রত্যেকবারই উচ্চ মাধ্যমিক ডিগ্রী পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। তাছাড়া পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও এই কলেজটি এতদঞ্চলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ০৬ টি বহুতল ভবন, একটি সুবিশাল খেলার মাঠ (গ্যালারি সহ), ০১ টি তলা মার্কেট, ০২ পুকুর, ০১ টি লেক, ০১ টি প্যাভিলিয়ন, চতুর্দিকে সুউচ্চ সীমানা প্রাচীর, ০১ টি শহীদ মিনার ০৩ টি সুদৃশ্য গেট নিয়ে কলেজের ক্যাম্পাস। এই কলেজের একদল নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে চলেছেন। ইতিমধ্যে কলেজের যাবতীয় কার্যক্রম ডিজিটালাইজেশন করার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি অদূর ভবিষ্যতে এই কলেজটি এতদঞ্চলের একটি মডেল কলেজে রূপান্তরিত হবে।